Saturday, January 25, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর দারস্থ হতেই একমাস পর উদ্ধার নাবালিকা, অপহরণকারীদের গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ

মুখ্যমন্ত্রীর দারস্থ হতেই একমাস পর উদ্ধার নাবালিকা, অপহরণকারীদের গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : টিপল ইঞ্জিনের সুশাসন জামানায় রক্ষকই হলেন ভক্ষক! অপহরণকারীদের কাছ থেকে ঘুষ নিয়ে এক মাস ধরে তাল বাহানা করছিলেন সোনামুড়া থানার ইন্সপেক্টর অপর্না দেবনাথ। অবশেষে নাবালিকার মা বাবা মুখ্যমন্ত্রীর দারস্থ হতেই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেন অপর্ণা দেবনাথ। কিন্তু অভিযুক্ত অপহরণকারীদের জালে তুলতে অনীহা প্রকাশ করছেন এই মহিলা ইন্সপেক্টর।

এমনটাই অভিযোগ নাবালিকার পরিবারের।ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ অক্টোবর সোনামুড়া থানায় খেদাবাড়ী এলাকার আব্দুল হালিমের মেয়েকে রাতের বেলা দুষ্কৃতিকারীরা বাড়ি থেকে অপহরন করে নিয়ে যায়। তারপর তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সোনামুড়া থানায়। ইন্সপেক্টর  অপর্না প্রথমে মামলা নিতে রাজি  হয়নি। পরে চাপে পরে মামলা নিলেও এক মাস অতিক্রান্ত হয়ে যায় নাবালিকা মেয়ে উদ্ধার করতে ব্যর্থ হন অপর্না। নানাভাবে তাল বাহানা করে অজুহাত দেখিয়ে চলেছেন তিনি। দীর্ঘ দিন মেয়ে উদ্ধার না হওয়ায় মেয়ের বাবা মুখ্যমন্ত্রীর দারস্থ হয়।

মুখ্যমন্ত্রীর চাপে মেয়েকে উদ্ধার করতে নির্দেশ দেন সিপাহীজেলার এসপি। এসপির নির্দেশে মেয়েটিকে উদ্ধার করলেও এই মামলার তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ কিন্তু আটক করেনি অপহরণকারীদের। এখানেই হাস্যকর নাটক সাজায় ইন্সপেক্টর অপর্না। একমাস পর নাকি মেয়েটিকে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন। ছেলে পক্ষ থেকে মোটা অর্থ হাতিয়ে মেয়েকে এত দিন উদ্ধার করেনি বলে অভিযোগ করে মেয়ের বাবা এবং মা। এখন মুখ্যমন্ত্রী চাপে পরে শুধু মেয়ে উদ্ধার, গ্রেপ্তার হয় নি দুষ্কৃতিকারীরা। অপর্না বাঁচতে নাবালিকা মেয়ে দিয়ে বলাচ্ছে যে থাকে কেউ অপহরণ করে নি, সে মা বাবার উপর রাগ করে চলে এমনি গল্প যেন সবাইকে শোনাই মেয়েকে চাপ দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য