স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : কৈলাশহরের বৌলাবাসা এলাকার এক বাড়িতে বিদ্যুৎ-এর শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি টিভি। জানা যায় এলাকার বাসিন্দা দিগেন্দ্র মালাকারের বাড়িতে শুক্রবার সকালে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে। বাড়ির লোকজন ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা।
খবর দেওয়া হয় দমকল বাহিনী কর্মীদের। পরবর্তী সময় স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভায়। স্থানীয় এক ব্যক্তি জানান দিগেন্দ্র মালাকারের বাড়িতে বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে। আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করে স্থানীয়রা আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা বড় গাড়ি নিয়ে আসে। কিন্তু রাস্তা সরু হওয়ার কারনে গাড়ি ঘটনাস্থলে পৌছাতে পারে নি। তবে দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সাথে মিলে আগুন নিভানোর কাজ করেছে। তবে সময় মতো আগুন নিভিয়ে ফেলার কারনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নি।