স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সংগঠিত করা হয় সংহতি পদযাত্রা। বিশ্রামগঞ্জ ইটভাট্টা থেকে শুরু হয় এই পদযাত্রা। সংহতি পদযাত্রাটি বিশ্রামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে নাথুং বাজার হয়ে বিভিন্ন এলাকা পরীক্রমা করে বাঁশতলিতে গিয়ে শেষ হয়। পড়ে সেখানে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চক্রবর্তী, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, সোনামুড়া ব্লক কংগ্রেস সভাপতি সহ জেলার কংগ্রেস কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন বলেন বহু শহিদের রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যুগ যুগ ধরে সমগ্র বিশ্বে শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে আসছে ভারতবর্ষ। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে। মানুষের মধ্যে হিংসা ছড়ানোর প্রচেষ্টা চলছে। তিনি এইদিন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।