Thursday, December 26, 2024
বাড়িরাজ্যনবজাতক শিশুকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন জিবি হাসপাতালের চিকিৎসকরা

নবজাতক শিশুকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন জিবি হাসপাতালের চিকিৎসকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : সাত মাসের নবজাতক শিশুকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকরা সফলতার পরিচয় দিলেন। বৃহস্পতিবার আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সঞ্জীব দেববর্মা।

তিনি জানান, গত সাত আগস্ট ধলাই জেলা হাসপাতালে সাত মাসের একটি শিশুর জন্ম হয়। শিশুদের ওজন ছিল ৬৭০ গ্রাম। ধলাই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন শিশুটি দুদিন বাঁচবে। শিশুটি চিকিৎসা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করে সাথে সাথে শিশুটিকে রেফার করে দেন জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসকরা নবজাতক শিশুটিকে চিকিৎসা শুরু করেন। দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসার পর শিশুটি বর্তমান সুস্থ হয়ে উঠে। শিশুটির নাম তানিয়া বেগম।

পিতার নাম সায়িদ বেগম। বাড়ি কমলপুর মলয়া এলাকায়। দীর্ঘ তিন মাস শিশুটিকে পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তুলতে পেরে কঠিন লড়াইয়ে সফলতা এসেছে বলে মনে করছে চিকিৎসকের টিম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চিকিৎসকদের গোটা টিম। তারা হলেন এইচ ও ডি ডাঃ তপন মজুমদার, ডেপুটি এম এস ডাঃ বিকাশ দেববর্মা, ডাঃ অরুপ কুমার সাহা, ডাঃ জয়ন্ত রায় সহ অন্যান্য চিকিৎসকরা। শিশুটির মা জানিয়েছেন গত তিন মাসে তার শিশুটির চিকিৎসায় কোন ত্রুটি হতে দেননি হাসপাতালের চিকিৎসকরা। যখন যে চিকিৎসা প্রয়োজন হয়েছে সেই চিকিৎসাই করে শিশুটিকে সুস্থ করে তুলেছেন। এর জন্য তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ। কারণ অত্যন্ত আশঙ্কা জনক অবস্থায় শিশুটিকে থেকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। চিকিৎসকদের ভগবান ভেবে আজ তিনি সন্তান নিয়ে বাড়ি ফিরতে পাচ্ছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য