Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবিধানসভা অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত বিধায়করা, সমস্যা নিরসন করতে...

বিধানসভা অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত বিধায়করা, সমস্যা নিরসন করতে সর্বদলীয় বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : স্বপ্নের ই- বিধানসভা চালু হওয়ার পর বিধানসভা অধিবেশনে অনলাইনে প্রশ্ন পত্র জমা দেওয়ার সুবিধায় কিছু গোলযোগ সামনে এসেছে। এ বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভার সচিবকে অবগত করেছিলেন। বিধানসভার সচিব সাথে সাথে বিষয়টি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং মন্ত্রীর রতন লাল নাথের গোচরে আনেন। সাথে সাথে তাঁরা এই বিষয়টি নিয়ে ই- বিধানসভা চালু করা সংস্থার সাথে কথা বলেন। তারপর জানতে পারে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়ে আছে।

 তারপর বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয় বিধানসভায়। সেখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয় হেডেস্ট তুলে দিলে এই সমস্যা নিরসন হয়ে যাবে। সম্ভবত আগামী জানুয়ারি মাসে বিধানসভা অধিবেশন বসতে পারে। রাজ্যপাল বিধানসভা অধিবেশনের ঘোষণা দিতেই অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার সুবিধা পাবে বিধায়করা। তবে এবারের বিধানসভা অধিবেশনে অফলাইনেও প্রশ্নপত্র জমা দিতে হবে বিধায়কদের।

যদি কোন ধরনের ত্রুটি সামনে আসে তাহলে বিষয়টি দেখা হবে। তারপরও সিস্টেমের পরিবর্তন যাতে না হয় তার জন্য অনলাইন অফলাইন দুটি সুবিধেই পরবর্তী বিধানসভায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকের পর জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। আয়োজিত বৈঠকে সমস্ত রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রধান বিরোধী দল সিপিআইএম থেকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস থেকে উপস্থিত ছিলেন বীরজিৎ সিনহা, তিপরা মথা থেকে উপস্থিত ছিলেন রঞ্জিত দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য