স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : নেশাখোর এবং চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। আগরতলা এবং আগরতলা আশপাশ এলাকায় অতিমাত্রায় বেড়ে চলেছে তাদের উপদ্রব। নেশার চাহিদা মেটাতে কম বয়সের যুবকরা চুরির পথ অবলম্বন করছে।
এবার আমতলী থানা এলাকা থেকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার বটতলা ফাঁড়ি থানার অন্তর্গত মহাবীর ক্লাব সংলগ্ন এলাকা থেকে। বটতলা ফাঁড়ি থানার পুলিশ স্কুটিটি উদ্ধার করে। বটতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেব জানান বটতলা ফাঁড়ি থানার পুলিশ মোবাইল পেট্রোলিং করার সময় মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় একটি স্কুটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তী সময় বটতলা ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্কুটিটি উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসে। খবর নিয়ে জানা যায় ১০ থেকে ১২ দিন পূর্বে স্কুটিটি আমতলী থানা এলাকা থেকে চুরি হয়েছিল। স্কুটির মালিকের নাম ফারুক মিয়া। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া স্কুটিটি প্রকৃত মালিক ফারুক মিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।