স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : খোয়াই মহকুমা জুড়ে চোরের উপদ্রব অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার রাতে চোরের দল খোয়াই-র দুর্গানগর কালিবাড়ি এলাকার এক মাংস দোকানে চুরির ঘটনা সংগঠিত করলো। দোকান মালিক জয়ন্ত ঘোষ অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।
এই সুযোগে রাতের বেলায় চোরের দল জয়ন্ত ঘোষের দোকানে হানা দিয়ে ৪ টি পাঠা সহ বেশ কিছু দেশি ও ব্রয়লার মুরগি চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দোকান মালিক জয়ন্ত ঘোষ দোকান খুলতে এসে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দোকান মালিক জয়ন্ত ঘোষ জানান তার দোকানে ৫ টি পাঠা ছিল। তার মধ্যে একটি তিনি পেয়েছেন। বাকি চারটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। এছাড়াও বেশকিছু দেশি ও ব্রয়লার মুরগি চুরি করে নিয়ে গেছে চোরেরা।