স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : চড়িলাম পুরানবাড়ি এলাকায় ভয়াবহ লরি দুর্ঘটনা। অল্পতে প্রাণে বাঁচলেন পথচারীরা। ঘটনার বিবরণের জানা যায়, TR 01 N 1717 নম্বরের একটি লরি বুধবার গভীর রাত আনুমানিক সাড়ে দশটার নাগাদ বিশালগড়ে উদ্দেশ্যে আসার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চড়িলাম পুরান বাড়ি এলাকায় একটি যাত্রী সেড, নেতাজি সংঘ ক্লাবের দেওয়াল, খুঁটি ভেঙে একটি ব্যাডমিন্টন স্পোর্টস কমপ্লেক্সের সামনে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামের মানুষ, লরি চালক মন্টু সরকারকে উত্তম মাধ্যম দেয়। যদি দিনের বেলায় এই ঘটনা ঘটতো তাহলে বেশ কয়েকজন লোকের মৃত্যু হতো বলে এলাকার মানুষের আশঙ্কা। এদিকে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে আসে। এলাকাবাসী জানতে পারে লরিটি উদয়পুর থেকে আসার সময় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুড়িমাই এলাকায় ও একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার সময়ে চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলো বলে জানা যায়। নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে লরি চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর উত্তম মধ্যম খেয়ে পালিয়ে যায় অভিযুক্ত গাড়ি চালক।