স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : বর্তমান সরকার সম্প্রতি রাজ্যের কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ ঘোষণা করেছে। ডি এ ঘোষণার পর বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন টিপল ইঞ্জিন সরকার রাজ্যের কর্মচারীদের বঞ্চনা করে চলেছে।
২০১৮ সালের আগে তৎকালীন সরকার বছরে দুবার ডিএ দিত। তৎকালীন সরকারের লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের ডিএ -র সমপর্যায়ে নিয়ে যাওয়া। কিন্তু বর্তমান সরকার সঠিকভাবে প্রতিবছর ডিএ ঘোষণা না করায় বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে ত্রিপুরার কর্মচারীদের দিয়ে ফারাক প্রায় ২৩ শতাংশ। এই প্রশ্ন তোলেন রাজ্যে পিপল ইঞ্জিনের সরকার থাকার পরেও কেন কর্মচারীদের ডিএ এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। পুরো ডিএ মিটিয়ে দিলে কর্মচারীরা খুশি হতেন। ব্যবসার উপরেও প্রভাব পড়তো। কিন্তু এই সরকার যা করছে সেটা সরকারের দুর্বলতা, ত্রুটি এবং আগ্রহের অভাব হলে সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।