Thursday, December 26, 2024
বাড়িরাজ্যজিবি বাজার এলাকায় অভিযান চালালেন ট্রাফিক এসপি

জিবি বাজার এলাকায় অভিযান চালালেন ট্রাফিক এসপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : দেরিতে হলেও চাপে পড়ে মাঠে নামতে বাধ্য হলেন ট্রাফিক এসপি। বৃহস্পতিবার জিবি বাজার এলাকায় অভিযান চালান তিনি। কারণ দপ্তর ভালো করেই জানে, আগরতলা শহরে যান জটের কারনে দিশেহারা সাধারন মানুষ। বিশেষ করে যাত্রীবাহী অটো ও টমটম আগরতলা শহরে মাত্রারিক্ত হারে বৃদ্ধি পাওয়ার ফলে সকাল থেকে রাত্রি পর্যন্ত আগরতলা শহরের ব্যস্ততম এলাকা গুলিতে যানজটের সৃষ্টি হয়।

অথচ দীর্ঘ দিন ধরে কোন নজরদারি নেই ট্রাফিক দপ্তরের। অবশেষে এক প্রকার চাপে পড়ে ময়দানে নামলেন খোদ ট্রাফিক এসপি মানিক লাল দাস। বৃহস্পতিবার জাম্বু টিম নিয়ে জিবি বাজার এলাকায় অভিযানে নামেন ট্রাফিক এসপি মানিক লাল দাস। এইদিন অভিযানে নেমে ট্রাফিক এসপি মানিক লাল দাস জানান ট্রাফিক দপ্তর থেকে প্রতিদিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট একটি কমিটি রয়েছে। সহসাই সেই কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। জিবি বাজার এলাকায় যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যা গুলি নিয়ে আলোচনা হবে।

এবং পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, আগরতলা শহরের অন্যতম ব্যস্ততম জায়গা জিবি বাজার। কারণ প্রতি ঘন্টায় প্রায় অর্ধশতাধিক এম্বুলেন্স সহ রোগীর গাড়ি জিবি বাজার দিয়ে হাসপাতালে প্রবেশ করে। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে রাস্তায় আটকে থাকতে হয় অ্যাম্বুলেন্স এবং জরুরী পরিষেবার গাড়ি। হাতেগোনা দু একজন ট্রাফিক কিংবা টিএসআর দিয়ে দায়িত্ব এতদিন ধরে এড়িয়ে চলেছেন দপ্তরের আধিকারিক। মানুষ যানজটে ফেঁসে গিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। প্রশ্ন চলছে ট্রাফিক প্রশাসন কোথায়? কেন সকাল থেকে রাত পর্যন্ত এতটা ট্রাফিক জ্যাম হয় এলাকায়? আর এই বিষয়গুলি স্পেস কানে পৌঁছাতেই খোদ তিনি রাস্তায় নামতে বাধ্য হলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য