স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : রাবারের ঘর। ঘটনা সোমবার সকালে। ঘটনার বিবরণে জানা যায়, চেলাগাঙমুখ বাজার সংলগ্ন ভূবন মোহন ত্রিপুরার বাড়িতে রাবার ব্যবসায়ী রতন দাসের স্মোক হাউস রয়েছে। সোমবার সকাল আটটার নাগাদ বাড়ীর মালিক ভূবন মোহন ত্রিপুরা ঘরে কাজ করার সময় সামান্য আগুনের লেলিহান শিখা দেখতে পায়।
সে বিষয়টি তার মালিক জামির হোসেনকে জানানোর আগেই মুহূর্তের আগুন ভয়াবহ রূপ নিতে শুরু করে। খবর পেয়ে যতনবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে দমকলের একটি ইঞ্জিনের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। খবর দেওয়া হয় অমরপুর ফায়ার সার্ভিসে। অবশেষে দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় অগ্নীকান্ডের হাত থেকে চেলাগাঙমুখ বাজারটিকে রক্ষা করা সম্ভব হয়। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ঘরে প্রচুর পরিমাণে রাবার সিট ছিল। আগুনের হাত থেকে একটি সিটও রক্ষা করা যায় নি বলে জানান।