Friday, December 27, 2024
বাড়িরাজ্যনেশার বাণিজ্যে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

নেশার বাণিজ্যে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : নেশা বাণিজ্য নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত হয়েছে উভয় পরিবারের ৮ থেকে ৯ জন। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে রাজধানীর ভোলাগিরি এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। এনসিসি থানায় মামলা পাল্টা মামলা দায়ের। পশ্চিম জেলার পুলিশ সুপার জানান এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া ও অভিজিৎ দেবের পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ শাহজাহান মিয়া ব্রাউন সুগার বিক্রয় করে।

অপরদিকে অভিজিৎ দেবের পরিবার বিলেতি মদ বিক্রয় করে। এই নিয়ে কিছুদিন পূর্বে স্থানীয় ক্লাব দুই পরিবারকে নিয়ে আলোচনায় বসে। সোমবার রাতে শাহজাহান মিয়ার তার বন্ধু উত্তম মালাকার সহ আরও কয়েকজনকে নিয়ে অভিযোগ দেবের পরিবারের উপর আক্রমণ চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তুলে অভিজিৎ দেবের পরিবারের লোকজন। এতে আহত হয়েছে উভয় পরিবারের ৭ থেকে ৮ জন। আহতদের ঘটনার পর জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইদিকে ঘটনার খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এলাকায় মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ান। ঘটনাস্থলে ছুটে যান খোদ পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার আরও জানান বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য