Friday, March 29, 2024
বাড়িরাজ্যপেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস সেবাদলের

পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস সেবাদলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক সারিতা লাইফ্রাং সহ প্রদেশ কংগ্রেস সেবাদলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নেতৃবৃন্দ।

তাদের বক্তব্য ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য হ্রাস করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সাত বছরে দেখা গেছে সরকার সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৪ পেট্রোলের মূল্য ছিল ৬২ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে ১১০ টাকা। পাল্লা দিয়ে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য দ্বিগুণ হারে বেড়েছে। তাই এর বিরুদ্ধে আওয়াজ করা হয়েছে গোটা দেশে। সরকার যদি পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস বলে জানান প্রদেশ কংগ্রেস সেবা দলের সভাপতি। পরবর্তী সময় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল পুরানো হয়। সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সেবা দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য