Friday, February 7, 2025
বাড়িরাজ্যজমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, সংসদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, সংসদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক


আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : অসম-আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে বহু জমি ত্রিপুরা সরকার অধিগ্রহণ করেছিল। এতে অনেকের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। অথচ ক্ষতিপূরণের অর্থ তাঁদের দেওয়া হয়নি অভিযোগে আজ শনিবার আঠারোমুড়া পাহাড়ের ৪৬ মাইল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষতিগ্রস্ত জনগণ। অবরোধের ফলে প্রচুর যানবাহনের পাশাপাশি আটকা পড়েন সাংসদ রেবতী ত্রিপুরাও। সমস্ত বিষয় জানার পর সাংসদ রেবতী ত্রিপুরা আগামী সোমবার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বৈঠকে চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার আঠারোমুড়া পাহাড়ের ৪৬ মাইল এলাকায় সকাল নয়টা থেকে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। ওই অবরোধ সাড়ে এগারোটা পর্যন্ত চলেছে। তাতে জাতীয় সড়কের দুধারে আটকে পড়ে প্রচুর যানবাহন। সাথে এই অবরোধে আটকে পড়েন সাংসদ রেবতী ত্রিপুরাও। তিনি ওই সময় মনুতে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন।

জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যান মহকুমাশাসক মোহাম্মদ সাজ্জাদ, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ মুঙ্গিয়াকামি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে সাংসদ তাঁদেরকে আগামী সোমবারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় সড়ক অবরোধ তুলে নেন গিরিবাসীরা।

উল্লেখ্য, বিগত বহুদিন ধরেই জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ চলছে। তাতে স্থানীয় মানুষের জমি অধিগ্রহণ করেছে ত্রিপুরা সরকার। তাঁদেরকে এই জমি অধিগ্রহণ বাবদ প্রশাসন থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্তও

ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত জনগণ। তাই বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করতে হয়েছে বলে জানান অবরোধকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য