Saturday, April 20, 2024
বাড়িরাজ্যবিজেপি থেকে শিক্ষা নিন, বামেদের চ্যালেঞ্জ বিপ্লবের

বিজেপি থেকে শিক্ষা নিন, বামেদের চ্যালেঞ্জ বিপ্লবের

আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : সাংগঠনিক ক্ষমতার প্রসঙ্গ টেনে এনে বামেদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির থেকে শিক্ষা নিন। তাঁর দাবি, বামেদের থেকে বিজেপি অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আড়াই বছরে বিজেপির শক্তির তুলনায় ২৫ বছর ক্ষমতায় থেকেও বামেরা সেই সাংগঠনিক শক্তির ধারে-কাছেও যেতে পারেনি। আজ শনিবার বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে ‘পার্থক্যের চার বছর’ শীর্ষক সভায় এভাবেই বামেদের বিঁধেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিন মুখ্যমন্ত্রী বামেদের সাংগঠনিক শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর কথায়, সংগঠন নিয়ে বামেরা যতই বড়াই করুক, ত্রিপুরায় বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। তিনি বিদ্রুপ করে বলেন, আদৌ বামেদের সংগঠন ত্রিপুরায় রয়েছে বলে মনে হচ্ছে না।

তাঁর দাবি, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আড়াই বছর আগে ত্রিপুরায় বিজেপি সংগঠন বিস্তারে মনোনিবেশ করেছিল। তাতে, ক্যাডার ভিত্তিক শক্তিশালী দল হিসেবে পরিচিত বামেরা পরাজিত হয়েছে। তিনি বামেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ থেকে রাজনৈতিক শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ২০১৭ সালে বিজেপি ত্রিপুরায় পৃষ্ঠাপ্রমুখদের নিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেছিল। তাঁরাই নির্বাচনে জয়ের মূল কাণ্ডারী হিসেবে কাজ করেছেন। তাঁর দাবি, ২০২৩ বিধানসভা নির্বাচন দোড়গোরায়, প্রস্তুতি এখন থেকেই নিতে হবে আমাদের।

মুখ্যমন্ত্রী এদিন চাঁদা সংগ্রহ সম্পর্কে পার্টির নাম করে বামেদের তুলোধোনা করেছেন। তাঁর কটাক্ষ, চাঁদা সংগ্রহ করা বামেদের আসল উদ্দেশ্য। তাঁদের নেতারা রাজনীতিকে পারিবারিক ব্যবসায় পরিবর্তন করতেন। যা এখন ত্রিপুরায় সমাপ্ত হয়েছে। তাঁর সাফ কথা, মানুষের জন্য কাজ করা এবং রাজনীতি বিজেপির জন্য সেবা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য