স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল। আজ দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডুর হাত থেকে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার গ্রহণ করেন রাজ্যের বিশিষ্ট শিল্পী স্বপন নন্দী। মূকাভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মানজনক পুরস্কার পান।
অত্যন্ত আরম্বরপূর্ন এই অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দেশের বিয়াল্লিশ জন আজ পুরস্কৃত হন। মূকাভিনয়ের জন্য একমাত্র ত্রিপুরার স্বপন নন্দীকেই পুরস্কৃত করা হয়। “শিল্প সংস্কৃতি মানুষকে শান্তি ও সমৃদ্ধির পথ দেখায়। ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে যেতে সাহায্য করে।” উপরাষ্ট্রপতি তার ভাষণে এই কথা বলেন।অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কৃষান রেড্ডি উপস্থিত ছিলেন।