Thursday, November 21, 2024
বাড়িরাজ্যরাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলো মানিক সাহার...

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলো মানিক সাহার নেতৃত্বাধীন সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল রাজ্যের সরকারি কর্মচারীদের। উৎসবের মরশুমে ঘোষণা হলো কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা। এতদিন রাজ্যের কর্মচারীরা ২৫ শতাংশ মহার্ঘ ভাতা পেয়েছে। আজকে মহার্ঘ ভাতা ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ত্রিশ শতাংশ হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরেই কর্মচারীদের কাছ থেকে দাবি উঠছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি করার। পস্তাব এসেছিল দুই শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা এবং ৩ শতাংশ বৃদ্ধি করার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছেন।

 মুখ্যমন্ত্রীর এই বরিষ্ঠ সিদ্ধান্তে প্রতিবছর ব্যয় হবে রাজ্যে ৫০০ কোটি টাকা। বরাদ্দ করা বাজেট থেকে এই অর্থ রাশি সরকারি কর্মচারীদের দেওয়া হবে। আগামী ১ নভেম্বর থেকে এই মহার্ঘ্য ভাতার আওতায় আসবে রাজ্যের কর্মচারী এবং পেনশনারা। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনার মিলে ২ লক্ষ মানুষ উপকৃত হবে। মুখ্যমন্ত্রী চাইছেন মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে যে ফারাক রয়েছে সেইটা কমিয়ে আনার। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। ফলে কেন্দ্রীয় সরকার বর্তমানে মহার্ঘ ভাতা দিচ্ছে ৫৩ শতাংশ। রাজ্য সরকার এইদিন ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। ফলে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা দাঁড়িয়েছে ৩০ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ-র ফারাক রয়েছে ২৩ শতাংশ। রাজ্য সরকারের লক্ষ্য আগামিদিনে এই ফারাক আরও কমিয়ে আনা। আর্থিক প্রতিকূলতার মধ্যে দাড়িয়ে রাজ্য সরকার এইদিন ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। তিনি আরো বলেন আগের সরকারের দুই শতাংশ মহার্ঘ ভাতা দিতে কষ্ট হতো। এই সরকার এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের সর্বমোট ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছে।

 কিন্তু আগের সরকারের মহার্ঘ ভাতা এত পরিমাণে বাড়ানোর মানসিকতাই ছিল না। বর্তমান সরকার রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদী শক্তিশালী করার জন্য এই বরিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মন্ত্রীসভা বৈঠকে যখন আলোচনা চলছিল তখন রাজ্যের অর্থ দপ্তরের সচিবকে জিজ্ঞাসা করা হয়েছিল পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে কোন সমস্যা হবে কিনা, তিনি সরাসরি জানিয়েছেন, পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব। তারপরেই মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরো একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। রাজ্যের টিএসআর প্যারা মিলিটারি ফোর্সের আওতায় আসে। তারা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করে। টিএসআর -এর পক্ষ থেকে আগেও সরকারের উদ্দেশ্যে দাবি করা হয়েছিল। কিন্তু পূর্বর্তন সরকার কর্ণপাত করেনি। বর্তমান সরকারের সিদ্ধান্তক্রমে টিএসআর জওয়ানদের রেশন মানি ১ হাজার থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করা হয়েছে। ড্রেস অ্যালাউন্স ১০ হাজার থেকে বৃদ্ধি করে ১২ হাজার টাকা করার ঘোষণা দেন। প্রতিটি টিএসআর বাহিনীর সদর দপ্তরে জিম সেন্টার চালু করার জন্য ৫ লক্ষ টাকা করে প্রদানের ঘোষণা দেন। টিএসআর বাহিনীতে মেডিক্যাল অফিসারের সাম্মানিক ভাতা ৬০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এডহক পদ্ধতিতে ২৪০ জন টিএসআর জওয়ানের পদোন্নতি, টিএসআর ক্যাম্প ও ব্যারেক সংস্কারের জন্য ৫ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য