স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ অক্টোবর: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখি যুদ্ধের ভেতরও ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ের দিন ঠিক করেছিলেন, কিন্তু অস্থিতিশীল পরিস্থিতির কারণে এবং সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকির মুখে বিয়ের তারিখ পেছাতে চান তিনি।ইসরায়েলের রাষ্ট্রয়াত্ত সংবাদমাধ্যম কান জানিয়েছে, মূলত নিরাপত্তার ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু।আগামী ২৬ নভেম্বর তেলআবিবের উত্তরে শ্যারন অঞ্চলের রনিত ফার্মে আভনার নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
সংবাদমাধ্যম কান জানিয়েছে, নেতানিয়াহু সহযোগীদের বলেছেন, পরিকল্পনা অনুযায়ী বিয়ের আয়োজন করতে গেলে আমন্ত্রিত অতিথিদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।তবে এই খবরের বিষয়ে মন্তব্য জানতে চাইলে নেতানিয়াহুর দপ্তর কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।১৯ অক্টোবর ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইরানের সমর্থনপুষ্ট লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী।তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছিল, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল, কিন্তু নেতানিয়াহু ও তার স্ত্রী তখন ওই বাড়িতে ছিলেন না এবং এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি।
ওই সময় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলের সমুদ্র তীরবর্তী অবকাশযাপন শহর সেসারিয়ায় ড্রোনটি আঘাত হেনেছে আর এটি ওই শহরে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল।পরবর্তীতে জানা যায়, ড্রোনের আঘাতে নেতানিয়াহুর বাড়ির একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে নেতানিয়াহুর বাড়ির বেডরুমের জানালার কাঁচ ফেটে যায়, তবে পুরোপুরি ভেঙে পড়েনি। ফলে বিস্ফোরণের আঁচ ঘরের ভেতর পৌঁছায়নি। বুলেটপ্রুফ কাঁচ ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার জন্য এমনটি হয়েছে বলে ধারণা করা হয়।
তবে ড্রোনটির ঘটানো বিস্ফোরণে ভবনটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভবনের সামনে থাকা গাছগুলো উড়ে যায় এবং সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে সামনে থাকা একটি সুইমিংপুলে ও আশপাশে পাথর ও ইটের বহু টুকরা টাকরা পড়ে থাকতে দেখা যায়।এর আগে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের একটি সেনানিবাসে চার সেনা নিহত ও বহু আহত হন। তারপর থেকে নিয়মিতই তেল আবিব, হাইফাসহ ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন শহর লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে প্রায়ই হতাহতের ঘটনাও ঘটছে।