স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : শনিবার মহা অষ্টমী পূজা উপলক্ষে টাউন হল সংলগ্ন উমা মহেশ্বর মন্দির ও আনন্দময়ী আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী মায়ের পুজো। এই বছর কুমারী মা হিসাবে পুজিতা হন নবনীতা ভট্টাচার্যী। বাড়ি শিবনগর এলাকায় । অক্সিলিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে পেরে খুশী মা ও বাবা। এদিন কুমারী পূজা দেখতে ভীড় জমান বহু দর্শনার্থী। সনাতন হিন্দু ধর্মের বসন্তকালীন মহা উৎসব হচ্ছে বাসন্তী দুর্গা পূজা। কোটি বছর আগে সনাতন ভারত বর্ষের পবিত্র ভূমিতে মায়ের আবির্ভাব হয়েছিল। এই বাসন্তী পূজা করেছিলেন ভারত বর্ষের ঋষিরা। তাদের বলেছিলেন পৃথিবীতে কুমারী মায়ের স্বরূপের মাধ্যমে পূজা করতে। সেই থেকে কুমারী পূজা করা হয় বলে জানান উমা মহেশ্বর মন্দিরের পুজারী।