স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : মঙ্গলবার রাজধানীর পুরনো মোটর স্ট্যান্ড এলাকার বিবিসি ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন, রক্তদান সর্ববৃহৎ মানব ধর্ম। এই ধরনের সামাজিক কাজে ক্লাব কর্তৃপক্ষ এগিয়ে আসার তাদের স্বাগত জানানো হচ্ছে।
একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন হয়। মানুষই পারে মানুষের রক্তের যোগান দিতে। তাই সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে। তাহলে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সম্পর্ক দেখা দেবে না। কিছুদিন আগে রাজ্যে ব্লাড ব্যাংক স্কুলের মধ্যে রক্তের সমস্যা হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তারপরেই মানুষ রক্তদানে এগিয়ে এসেছে। এভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন। রক্তদাতাদের উৎসাহিত করেন। এভাবে নির্দিষ্ট সময় অন্তর রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।