স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : দীর্ঘ দিন ধরে জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা নিয়ে ঝামেলা চলছিল। এখনো প্রায় চার হাজার জনজাতি ছাত্র-ছাত্রী স্কলারশিপের টাকা পায়নি। এই নিয়ে জনজাতি ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। অথচ কোন হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তর সহ দপ্তরের মন্ত্রীর। অথচ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দুর্নীতির সাগরে ভাসছেন।
রাজ্য এবং রাজ্যের বাইরে মন্ত্রী বিকাশের নামে বেনামে সম্পত্তির পাহাড়। বিধানসভায় মন্ত্রী বিকাশের দুর্নীতির পর্দা ফাঁস করে দেন বিধায়ক সুদিপ রায় বর্মণ। মন্ত্রী বিকাশের বিরুদ্ধে উদ্ধার দুর্নীতির অভিযোগের সত্যতা খুজে পায় সংবাদ মাধ্যমও। মন্ত্রী বিকাশ দেববর্মা খোদ সাংবাদিক সম্মেলন করে স্বীকার করেন রাজ্যে এবং রাজ্যের বাইরে পাহাড় সমান সম্পত্তি রয়েছে ওনার নামে এবং ওনার পরিবারের লোকজনদের নামে। এই নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের নিকট অভিযোগ জানানো হয়। দাবি জানানো হয় মন্ত্রী বিকাশ দেববর্মাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হোক। মন্ত্রী বিকাশের দুর্নীতির পর এইবার জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা প্রদানের ক্ষেত্রেও উঠে আসে মন্ত্রীর গাফিলতির অভিযোগ। দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা হস্তক্ষেপ করলে বর্তমানে জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের জন্য জনজাতি কল্যাণ দপ্তরে বারে বারে ছুটতে হতো না।
সম্প্রতি বিধায়ক রঞ্জিৎ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন দপ্তর ও দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার গাফিলতির কারনে বর্তমানে জনজাতি ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের টাকা পাচ্ছে না। শুক্রবার স্কলারশিপ ইস্যুতে রাজভবনে যান বিধায়ক রঞ্জিৎ দেববর্মা। সাথে ছিল জনজাতি ছাত্র-ছাত্রীরা। রাজ্যপালের অনুপস্থিতিতে রাজ্যপালের সচিব ইউ.কে চাকমার হাতে তুলে দেন স্মারক লিপি। পাশাপাশি বিধায়ক রঞ্জিৎ দেববর্মা এইদিন রাজ্যপালের সচিবের নিকট গোটা বিষয় তুলে ধরে অভিযোগ করেন জনজাতি কল্যাণ দপ্তর ও দপ্তরের মন্ত্রীর কারনে বর্তমানে জনজাতি ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের টাকা পাচ্ছে না।
রাজ ভবন থেকে বেরিয়ে এসে বিধায়ক রঞ্জিৎ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। রাজ্যপালের অনুপস্থিতিতে রাজ্যপালের সচিবের হাতে স্মারক লিপি তুলে দিয়েছেন। গোটা বিষয়ে তুলে ধরেছেন। পরবর্তী সময় রাজ্যপাল রাজ্যে ফিরে আসলে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে রাজ্যপালকে অবগত করবেন। এবং সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপের দাবি জানাবেন। জানা যায় কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি মন্ত্রী বিকাশের বিরুদ্ধে রাজ্যপালের নিকট অভিযোগ জানানো হয়েছে। এইদিন বিধায়ক রঞ্জিৎ দেববর্মাও পরোক্ষে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এছাড়াও আরও একটি অভিযোগ পত্র মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে রাজ্যপালের নিকট জমা পড়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই অনুমান করা হচ্ছে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়তো এইবার মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।