Friday, December 6, 2024
বাড়িরাজ্য২৬ অক্টোবর প্রদেশ বিজেপি -র সাংগঠনিক বৈঠক : সংসদ রাজীব ভট্টাচার্য

২৬ অক্টোবর প্রদেশ বিজেপি -র সাংগঠনিক বৈঠক : সংসদ রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : শনিবার প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, সাংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক। আগামী দিনে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, ৩ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে প্রদেশ বিজেপির মেম্বার হয়েছে ৭ লক্ষ ৪৪ হাজার।

অফলাইনে প্রায় দুই লক্ষ সদস্য হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রাজ্যের জাতীয় সড়ককে ফোরলেনে উন্নিত করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক থেকে রাজ্যকে প্রায় ২৮০০ কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে। তার জন্য প্রদেশ বিজেপি সভাপতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বৃদ্ধি করে ৬৩ করা হয়েছে। পূজার মরশুমে রেশনের মাধ্যমে রাজ্যের মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রাজ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে রাজ্যে।

তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি। এইমস কিংবা নিগ্রেইমস-এর আদলে ত্রিপুরা রাজ্যে একটা হাসপাতাল স্থাপনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করেছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি মুখ্যমন্ত্রীও এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সিএম সাথ নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন। রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

প্রতিবছর মাধ্যমিক উত্তীর্ণ ১০০ জন এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১০০ জনকে চিহ্নিত করে এই প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। রাজ্যের সকল অংশের মানুষের জন্য রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন বলে দাবি করেন রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি অভিযোগ করেন বিরোধী দলগুলি রাজ্যের বর্তমান সরকার ও বিজেপির নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সাম্প্রতি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজীব ভট্টাচার্য এদিন বিরোধী দলনেতার উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করেন বাম আমলে রাজ্যে কতজন মন্ত্রী, বিধায়ক, মহকুমা শাসক নিহত হয়েছেন। এবং কয়টি ঘটনার বিচার হয়েছে? বাম আমলে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার তথ্য তুলে ধরে এই দিন পাল্টা জিতেন্দ্র চৌধুরীকে প্রশ্ন করেন প্রদেশ বিজেপি সভাপতি। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে পুলিশ আপোষহীন নীতি নিয়ে কাজ করছে। মাফিয়া, জমির দালাল কাউকে ছাড়া হবে না বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রবক্তা সুব্রত চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য