স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : প্রতি দেড় থেকে দুমাস অন্তর অন্তর সি পি আই এম দলের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসেবে শুক্রবার সি পি আই এম দলের পক্ষ থেকে দশরথ দেব স্মৃতি ভবনে রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, বর্তমানে রাজ্যের পরিস্থিতি সহ বিভিন্ন ঘটনাবলী উত্থাপন করা হবে। আগামী দিন এর বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে সে বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি সম্পর্কেও অবহিত করা হবে বলে জানান সিপি আই এম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।
তবে যতদূর জানা যায়, দলে পুরনো নেতৃত্ব যুব নেতৃত্বদের জন্য চেয়ার দিতে নারাজ। এতে করে দল আজ বড় সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। আগের মতো ভিটেমাটি ফিরে পেতে গেলে পুরনো নেতৃত্ব দেন জায়গা নতুন নেতৃত্বদের স্থান দিতে হবে। তাদের নতুন মুখ সামনে আনতে হবে। তাহলে মানুষের ভরসা হয়ে উঠতে পারে সিপিআইএম। বৈঠকে এদিন উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, বামফ্রন্টের আহবায়ক নারায়ন কর, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্যরা।