স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : প্রশাসনের তালবাহানার প্রতিবাদ জানিয়ে বেহাল রাস্তা সংস্কার করতে দাবি তুলল আমজনতা। শুক্রবার সকাল থেকে পথ অবরোধের শামিল হয় করবুকের জ্যান্তা তইছা এডিসি ভিলেজের বিভিন্ন পাড়ার মানুষ। পথ অবরোধকারীদের বক্তব্য, তারা কি মানুষ নয়, কেন তাদের এভাবে ব্যবহার করছে প্রশাসন? ২০১৫ সাল থেকে করবুক থেকে সাত চন্দ্রপাড়া ভায়া ভগবান টিলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রায় বারোটি গ্রামে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।
প্রায় বারোশো পরিবার এই গ্রামগুলিতে বসবাস করে। ২০১৮ সাল থেকে রাস্তাটি সংস্কার করার জন্য লাগাতার পূর্ত দপ্তর, করবুক ব্লকের বিডিও এবং মহকুমা শাসককে জানিয়ে আসার পরেও শুধুমাত্র প্রতিশ্রুতির বন্যা দিয়ে চলেছে। আজ নয় কাল, কাল নয় পরশু এভাবেই চলছে রাস্তা সংস্কারের কাজে হাত লাগানোর তারিখ দেওয়া। অবশেষে আজ তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই তারা অবরোধের সামিল হতে বাধ্য হয়েছে বলে জানান। এবার তাদের আর আগের মতো টেন্ডার হয়ে গেছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজে হাত লাগানো হবে বলে আশ্বাস দিলে চলবে না।
মহকুমা শাসক, ব্লকের বিডিও এবং পূর্ত দপ্তরের আধিকারিককে অবরোধ স্থলে এসে লিখিত দিতে হবে কবে নাগাদ রাস্তার সংস্কারের কাজ ধরা হবে এবং কবে সম্পন্ন হবে। অবশেষে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নি। পরে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এসে লিখিতভাবে আশ্বাস দেন এক মাসের মধ্যে রাস্তা সংস্কার করা হবে। তারপর ক্ষুদ্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। তবে এদিন সকাল ছয়টা থেকে প্রায় সাড়ে দশটা পর্যন্ত চলে পথ অবরোধ। এই পথ অবরোধের ফলে শুক্রবার করবুক সাপ্তাহিক হাট বাজারে আসা বিভিন্ন প্রান্তে থেকে ব্যবসায়ীদের মাথায় হাত। করবুক সাপ্তাহিক হাটের দিনে সকাল থেকে পথ অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে বহু যানবাহন সহ ক্ষুদ্র ব্যবসায়ী। তবে বলার অপেক্ষা রাখে না রাস্তা অবরোধ করে প্রশাসনিক আধিকারিকদের শিক্ষা দিল আমজনতা। কালঘাম ছুটেছে এদিন প্রশাসনিক আধিকারিকদের।