স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতার পৌরহিত্যে জেলা ভিত্তিক এক রিভিউ মিটিং -এর আয়োজন করা হয়। রিভিউ মিটিং -এ মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক চান্দনি চন্দন, মহকুমা শাসক চারু বর্মা সহ খোয়াই জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
রিভিউ মিটিং সেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী অজয় তামতা বলেন, বৃহস্পতিবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে এক রিভিউ মিটিং করেন। ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলি ঠিকঠাক ভাবে জনস্বার্থে কার্যকর হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন।
বিশেষ করে জল জীবন মিশন, জাতীয় সড়ক ব্যবস্থা স্বাস্থ্য কৃষি ক্ষেত্রের সমস্ত বিষয় নিয়ে জেলার বিভিন্ন আধিকারিকদের সাথে এক সমীক্ষা করেন, যে কোথাও কোন খামতি রয়েছে কিনা। যদি কোন জায়গায় সেই খামতি থাকে তাহলে সেটাকে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে নজর দিতে বলেন। এছাড়া বিভিন্ন ব্লক ভিত্তিক বিভিন্ন কাজের পরিসংখ্যার খোঁজখবর নেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী পদ্মবিল ব্লক এবং ২০৮ নং জাতীয় সড়ক পরিদর্শন করেন।