Thursday, April 10, 2025
বাড়িরাজ্যস্বাস্থ্য কর্মীদের গাফিলতিতে রোগী মৃত্যু জিবিতে

স্বাস্থ্য কর্মীদের গাফিলতিতে রোগী মৃত্যু জিবিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : জিবি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের গাফিলতিতে নবমীর দিনে এক ডায়ালিসিস রোগীর মৃত্যু হয়েছে। টিটু দেবনাথ ভৌমিক নামে ৪৫ বছরের এই রোগীকে ডায়ালিসিসের জন্য জিবিতে নিয়ে যান তার স্বামী প্রদীপ ভৌমিক। জিবিতে নিয়ে যাবার পর অসুস্থতা বোধ করতে শুরু করেন টিটু দেবনাথ ভৌমিক। ডায়ালিসিস ওয়ার্ড থেকে ইমারজেন্সিতে নিয়ে যাওয়ার কথা বলা হলে ট্রলি বা হুইল চেয়ারের জন্য রোগীকে নিয়ে যাওয়া যায় নি।

একটি ট্রলির জন্য স্বাস্থ্য কর্মী, এমন বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাছে আবেদন করেছেন রোগীর স্বামী। কেউ ফিরেও তাকায়নি। ডায়ালিসিস ওয়ার্ডের সামনেই আরো অসুস্থ হয়ে পরেন ঐ মহিলা। একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মহিলার স্বামী চিৎকার করে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। স্বাস্থ্য কর্মীরা ইচ্ছে করলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো। কিন্তু তারা করে নি। সঠিক সময়ে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া গেলে রোগী বেঁচে যেতো বলেও তার স্বামী জানিয়েছেন। মৃতার স্বামী আরো জানিয়েছেন ডায়ালিসিসের জন্য গলার  যে অংশে  চ্যানেল তৈরি হয় সেখানে ইনফেকশন হয়ে যাওয়ার কারনে রোগী অসুস্থ হয়ে পরে। জিবি হাসপাতালের নির্ধারিত সময়ই তারা ডায়ালিসিসের জন্য গিয়েছিলেন। কিন্তু কারোর কাছ থেকে কোন সহযোগিতা পান নি তারা। রাজ্য সরকার জিবি হাসপাতালের স্বাস্থ্য ব্যাবস্থার আরো উন্নতিকরনের

সিদ্ধান্ত নিয়েছে।  অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। আসছেন আরো একজন নিউরোলজিস্ট। সবই ঠিক আছে। পরিষেবার মান উন্নত করা সরকারের কাজ। কিন্তু রোগীদের সাথে   একাংশ স্বাস্থ্য কর্মীর দুর্বব্যাবহার বেড়ে যাওয়ায় সঠিক পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। অন্যদিকে ডায়ালিসিস নিয়ে জিবি হাসপাতালে অভিযোগের শেষ নেই।

 কিডনি রোগীদের ডায়ালিসিস সহ ঔষধ পত্র নিখরচায় দেবার কথা থাকলেও নেই সঠিক পরিষেবা। কিডনি রোগীর আত্মীয় স্বজনরা হেপারিন বা উইপক্সের মত বহুমুল্য দুটি ইনজেকশন হাসাপাতাল থেকে না পেয়ে বাজার থেকে কিনে আনছেন।বাম আমলে বিনেপয়সায় জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা পেতেন রোগীরা।এমনটাই বলেছেন কিডনি রোগীদের আত্মীয় স্বজনরা।

হেপারিন হল রক্তকে জমাট বাধতে দেয়না। আর উইপক্স হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।এই দুটি গুরুত্বপূর্ণ ঔষধ না পেয়ে দিশেহারা কিডনি রোগীর পরিজনরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমনকি প্রত্যন্ত এলাকা থেকেও জিবিতে ছুটে আসে কিডনি রোগীরা। অনেক গরিব মানুষ রয়েছেন। তাদের দামী ঔষধ কেনা নাগালের বাইরে। ফলে তারা পরেছেন বিপদে। একদিকে পরিষেবা নিয়ে অভিযোগ অন্যদিকে লক্ষ লক্ষ টাকার ডায়ালিসিস সামগ্রী নষ্ট হচ্ছে। সঠিক সময়ে সঠিক ব্যাবহার না করায় নষ্ট হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের বোতল। হাইড্রোজেন পার অক্সাইড ব্যাবহার হয় কিডনি রোগীদের জন্য ব্যাবহ্রত ডায়লোজারে। ২০১৯ সালে হাসপাতাল কতৃপক্ষ কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য হাইড্রোজেন পার অক্সাইডের বোতল ক্রয় করেছিল। কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যাবহার না করার কারনে সেগুলো নষ্ট হয়ে গেছে বলেই জানা গেছে।সব মিলিয়ে জিবির ডায়ালিসিস পরিষেবা নিয়ে রয়েছে অনেক অভিযোগ।।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!