Sunday, November 24, 2024
বাড়িরাজ্যপূজা মরশুমে আচমকা রাজনৈতিক পারদ চড়ছে বিশালগড় মহকুমায়, মাঠে নামলেন প্রাক্তন উপ...

পূজা মরশুমে আচমকা রাজনৈতিক পারদ চড়ছে বিশালগড় মহকুমায়, মাঠে নামলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর ছেলে, মথা পাল্টা মামলা করলো বিজেপি নেতাদের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : চড়িলাম বাজারে তিপ্রা মথা দলের কর্মীর উপর আক্রমণের প্রতিবাদে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন দিল দলীয় কর্মীরা। অপরদিকে বিশালগড় থানায় ডেপুটেশন প্রদান করল বিজেপি। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার ছেলে প্রতীক কিশোর দেববর্মার অভিযোগ চড়িলাম বাজারে সোমবার রাতে বিজেপি কর্মী চন্দ্রজিৎ দেবনাথের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত ত্রিপ্রা মোথা কর্মী তথা আইনজীবী জাকির হোসেনকে গ্রেপ্তার করার দাবিতে মঙ্গলবার দুপুরে বিশালগড় থানা ঘেরাও করেন চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের নেতৃত্বে বিজেপি কার্যকর্তা সহ চড়িলাম এলাকাবাসী। এদিনের প্রথমে বিশালগড় থানা ঘেরাও করলে বিশালগড় থানায় আগে থেকে উপস্থিত অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজিব সূত্রধর উপস্থিত ছিলেন থানার ওসি সঞ্জিত সেন। বিজেপি কর্মীদের দাবি প্রতিনিয়ত চড়িলাম বাজার এলাকায় অভিযুক্ত আইনজীবী তিপ্রা মথা দলের কর্মীর নাম পরিচয় দিয়ে একাধিক বিজেপি কর্মীদের উপর প্রতিনিয়ত আক্রমণ করেন এবং বিজেপি কর্মীদের দোকান চিহ্নিত করে লুটপাট চালায়। পূর্বে কংগ্রেস দলটাকে একেবারে তছনছ করে দিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমার হাত থেকে এমনকি ছিনতাইয়ের কাণ্ডে জড়িত জাকির হুসেন আইনের গ্যাড়াকল থেকে বাঁচার লক্ষ্যে তিপ্রা মথার মাইনোরিটি সেলের চেয়ারম্যান শাহ আলমের হাত ধরে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলে যোগদান করে গোটা চড়িলাম বিধানসভা এলাকায় তান্ডব শুরু করেছে।

শুধু তাই নয় চড়িলাম বিধানসভায় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার ছেলে প্রতীক কিশোর দেববর্মা এদিন বারবারই বিষয়টি রাজনৈতিকভাবে না দেখার জন্য সংবাদ মাধ্যমের কাছে রাজ্যবাসীর উদ্দেশ্যে দাবী জানিয়েছেন। তিনি বলেন অভিযুক্ত জাকির হোসেন আগে থেকেই এ ধরনের ঘটনায় জড়িত। সোমবার চড়িলাম বাজার বারে ভিন্ন সম্প্রদায়ের লোক নিয়ে এ ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। যা জাকির হোসেনের ডিএনএ -তে রয়েছে। তার এ ধরনের কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে তিপরা মথার পক্ষ থেকে পাল্টা অভিযোগ তুললো ভারতীয় জনতা পার্টি আদর্শ নেতাদের বিরুদ্ধে। চড়িলাম বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বিরুদ্ধে। তারা বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে জানান, সহিদুল ইসলাম আগরতলা থেকে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

চড়িলাম আসা মাত্র চড়িলাম বিধানসভায় কেন্দ্রের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের সহকর্মী দ্বীপ রানা, দীপেশ শীল, রাজেশ দেবনাথ, সুখেন দেবনাথ এবং টুকাই সহ কয়েকজন দুর্বৃত্ত সহিদুল ইসলামের উপর প্রাণঘাতী হামলা চালায়। তারপর সহিদুল ইসলামের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যান। তারপর সেখান থেকে সহিদুল ইসলাম পালিয়ে প্রান বাঁচান। পরে খবর পেয়ে সেখানে পৌঁছায় তিপরা মথার কর্মীরা। তারপর ঘটনার সম্পর্কে অবগত হয়। কিন্তু আজকে রাজকুমারের নেতৃত্বে আবার সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে জাকির হোসেন নাকি কোন একটি দোকানে হামলা করেছে। কিন্তু রাজকুমার দেবনাথ নিজে একটা খুনের আসামি। ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে সে চড়িলামে শহীদ মিয়াকে খুন করেছে। এছাড়াও সে চড়িলামে সমস্ত নিগো মাফিয়া, ড্রাগস মাফিয়ার কার্যকলাপের জড়িত। তিনি প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যের উদ্দেশ্যে বলেন, এশিয়ার সর্ববৃহৎ দল বিজেপির মন্ডল সভাপতি কিভাবে এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে? সে চড়িলামের শান্তির পরিবেশ নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছে। তাকে দলীয়ভাবে যাতে নির্দেশ দেওয়া হয় এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য