স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে উড়ালপুল। কিন্তু প্রশাসনিক ব্যবস্থাপনার চরম গাফিলতিতে দুর্ঘটনার হাত থেকে কেউ একাই পাবে কিনা এর কোন নিশ্চয়তা নেই। এই উড়ালপুলের উপর প্রায়ই ঘটে চলেছে দুর্ঘটনা। মানুষের চরম অসাবধানতায় এই ঘটনাগুলো বেড়ে চলেছে। সোমবার দুপুরে নাগাদ এই ঘটনা ঘটে। বাইক চালক গুরুতর আহত হয়।
সাথে সাথে খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা এবং এডি নগর থানার পুলিশ। আহত ব্যক্তির নাম শংকর চৌধুরী। বয়স ৫৫ বছর। বাড়ি দক্ষিণ রামনগর এলাকায়। আহত বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। বর্তমানে আহত ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশ অটো গাড়ির চালককে আটক করেছে। কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ঘাতক ইকো গাড়ি চালক। এডি নগর থানার পুলিশ জানায়, ইকো গাড়িটি অত্যন্ত দ্রুত বেগে এসে অটো গাড়িটিকে ধাক্কা দেয়। তারপর অটো গাড়িটি রাস্তার পাশে থাকা বাইক চালককে ধাক্কা দিয়ে উল্টে যায়।
তারপর ঘটনাস্থল থেকে ইকো গাড়িচালক পালিয়ে যায়। উল্লেখ্য, প্রতিদিন আগরতলা শহরের এই উড়ালপুলের উপর গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকছে না। ভিন্ন গতিতে নিজ খেয়াল খুশি মতো ছুটছে যান চালকরা। তার উপর উড়াল খুলে জমে আছে বালি। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এ ধরনের বিপাকে পড়ছে যান চালকরা।