Friday, November 22, 2024
বাড়িরাজ্যকালী মন্দিরে দুঃসাহসির চুরি

কালী মন্দিরে দুঃসাহসির চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : শহরে বন্ধ নেই চুরির ঘটনা। প্রতিদিন দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়ে চলেছে আগরতলা শহরে আনাচে কানাচে। এরই মধ্যে শনিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে রাজধানীর প্রতাপগড় এলাকার বসাক পাড়ার ভোলা বণিকের বাড়ির শ্রী শ্রী রক্ষাময়ী মায়ের মন্দিরে। চোরের দল চম্পট দিয়েছে বিভিন্ন স্বর্ণালংকার, দান বাক্স এবং ঠাকুরের বাসনপত্র নিয়ে।

রবিবার সকাল বেলা বিষয়টি প্রত্যক্ষ করেন বাড়ির লোকজনেরা। তারা ঘুম থেকে উঠে দেখে চোরের দল মন্দিরের সমস্ত জিনিসপত্র উলটপালট করে রেখেছে। বিষয়টি তাদের নজরে আসতেই সন্দেহ জাগে। কারণ ২০১৭ সালেও এভাবে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল মন্দিরে। তারপর ভেতরে প্রবেশ করে দেখে প্রতিমার স্বর্ণের বালা, টিকলি এবং মুন্ডমালা নেই। পাশাপাশি দান বাক্স এবং বিভিন্ন বাসনপত্র নিয়ে গেছে চোরের দল। বিষয়টি জানানো হয় পুলিশকে। পুলিশ এসে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে অভিযুক্তদের যেন পুলিশ দ্রুত জালে তুলে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য, পূজার মরশুমে নিরাপত্তার অভাব হওয়ার কথা নয় আগরতলা শহরে। কারণ সকলের চারদিকেই থানা এবং পুলিশ ফাঁড়ি ঘেরা। কিন্তু থানা বাবুদের কুম্ভনিদ্রার কারণে চোর, ডাকাত, গুন্ডা মাফিয়া দের হাতে চলে যায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সারারাত। নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠছে। কোথায় নিরাপত্তা? যে রাজ্যে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ রাতের বেলা পুলিশ ফাঁড়ি দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে থাকে সে রাজ্যে নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠার কথা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য