Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যতথাকথিত সুশাসনে সামাজিক ভাতা বঞ্চিত বৃদ্ধ

তথাকথিত সুশাসনে সামাজিক ভাতা বঞ্চিত বৃদ্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : মুখে সবকা সাথ, সবকা বিকাশ। বাস্তবে মন্ত্রী ও মন্ডল নেতাদের বিকাশ চলছে রাজ্যে। আর এই বিকাশ ত্রিপুরায় বঞ্চিত হচ্ছে গরিব অংশের মানুষ। অসহায় এক জনজাতি বৃদ্ধের ভাতা কেটে দিল বর্তমান সরকারের আমলারা। তাদের চোখে সুশাসন মানে শুধু তাদের পরিবারে, আর মন্ত্রীদের। তাই বলে সামাজিক ভাতা বঞ্চিত অসহায় বৃদ্ধের পদ্মকুমার দেববর্মা। বাড়ি চড়িলাম ব্লকের রাম পদপাড়ায়। চড়িলাম ব্লকের রামনগর ভিলেজ এর রামপদ পাড়ার বাসিন্দা অসহায় এক জনজাতি বৃদ্ধ পদ্মকুমার দেববর্মা।

তার বয়স ৯৪। বয়সের ভারে তিনি হারিয়ে ফেলেছেন কর্ম ক্ষমতা। প্রায় সময়ই থাকতে হয় শয্যাশায়ী অবস্থায়। বাম আমলে দীর্ঘ ২৫ বছর ভাতা পেয়েছেন অসহায় এই জনজাতি বৃদ্ধ পদ্ম কুমার দেববর্মা। কিন্তু তার অভিযোগ সরকার পরিবর্তনের পর তার ভাতা কেটে দেওয়া হয়েছে। যার কারণে অভাবের তাড়না তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন জানিয়েছেন তিনি। সরকার বদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরণের ভাতা কেটে দেওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে।

অসহায় এই জনজাতি বৃদ্ধ পদ্ম কুমার দেববর্মার ভাতা কেটে দেওয়ার বিষয়টা নতুন নয়। এ ধরনের বৃদ্ধ ভাতা পুনরায় চালু করার বিষয়ে সরকারি তরফে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা এবারে সেটাই দেখার। তবে এই তথাকথিত উন্নয়নের হিসেব কিন্তু মানুষ ভেবে ভোট ব্যাংকে। এসি গাড়ি এবং বিলাস বহুল গাড়ি দিয়ে বর্তমান সরকারের আমলা এবং মন্ত্রীরা ছুটাছুটি করে দৈনিক লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। আর একজন গরিব মানুষ এভাবে বঞ্চনার শিকার হচ্ছে। সেটা মানুষ ভালো করেই প্রত্যক্ষ করছে আমজনতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য