স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টির ১০৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজধানীর মেলার মাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে দিনটি পালন করা হয়। সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনেও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান ১০৪ বছর পূর্বে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের তাসখণ্ডে মিলিত হয়ে ভারতীয় বিপ্লবীরা ভারতবর্ষ থেকে ব্রিটিশ সম্রাজ্যবাদকে উৎখাত করার জন্য আনুষ্ঠানিক ভাবে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করে। তৎকালীন সময় দলের নেতা ছিলেন মানবেন্দ্র রায়, অবনী মুখার্জি, মোহম্মদ শফিক সহ অন্যান্যরা। তারপর তারা দেশে ফিরে এসে কমিউনিস্ট পার্টির সংগঠন বিস্তারের কাজ শুরু করেন। বৃহস্পতিবার পার্টির ১০৫ তম প্রতিষ্ঠা দিবস।