Thursday, December 26, 2024
বাড়িরাজ্যবিলেতি মদ ও শব্দবাজি উদ্ধার করল পুলিশ

বিলেতি মদ ও শব্দবাজি উদ্ধার করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর :  উৎসবের দিনগুলিতে শব্দ দূষণ যাতে কোনভাবেই না ঘটে তার জন্য কড়া নির্দেশ রয়েছে ত্রিপুরা হাইকোর্টের। ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্টের দেওয়া এই নির্দেশ যাতে কঠোরভাবে প্রশাসন বলবৎ করতে বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশকে মেনে বুধবার লক্ষ্মী পূজার সন্ধ্যা থেকে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে নেতৃত্বে বটতলা, মহারাজগঞ্জ বাজার, দুর্গা চৌমুহণি এবং লেইক চৌমুহণি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে প্রচুর পরিমাণে উচ্চ ক্ষমতা সম্পন্ন শব্দবাজি উদ্ধার হয়েছে। বাজিগুলি আটক করে পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান জেলা পুলিশ সুপার।

অপরদিকে অবৈধ ভাবে মজুদ করা বিলেতি মদ ও শব্দবাজি আটক করল এ ডি নগর থানার পুলিশ। পুলিশ প্রশাসন ও পরিবেশ দুষন নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে আগে থেকেই শব্দবাজি যাতে না পড়ানো হয় তার জন্য জনগনকে সচেতন করা হয়েছিল। তার পরেও কতিপয় ব্যবসায়ীরা অবৈধভাবে পুজোর দিনগুলোতে শব্দবাজি বিক্রি করে চলেছে। তারপর এ ডি নগর থানার পুলিশ অভিযানে নেমে রাতেরবেলা ক্যাম্পের বাজার এলাকা থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ এবং শব্দবাজি উদ্ধার করে। পুলিশের আজকের অভিযুক্ত ব্যবসায়ী দোকান থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান এ ডি নগর থানার ওসি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য