স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : সাম্প্রদায়িক হিংসা এবং গুজব ঘিরে রাজ্যে দিকে দিকে উস্কানি চলছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে পরিস্থিতি দমন করার চেষ্টাও চলছে। কিন্তু তারপরও পরিস্থিতি প্রশাসনের নাগালের বাইরে। রানীরবাজার, কদমতলা, পানিসাগরের পর এবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে ইরানি থানার অন্তর্গত যুবরাজনগর এলাকায়।
বুধবার রাতে ইরানি থানার অন্তর্গত যুবরাজ নগরের এক ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আগুন লাগাকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়। সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, টি এস আর সহ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা যুবরাজনগর সহ কৈলাশহরে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও থমথমে। গোটা কৈলাসহর মহকুমা জুড়ে ১৬৩ ধারা জারি করা হয়েছে।
এবং এ নির্দেশিকায় বলা হয়েছে জমায়েত করা যাবে না, একাধিক ব্যক্তি একসাথে চলাচল করতে পারবে না, অস্ত্র হাতে নিয়ে চলাচল করা যাবে না। পাশাপাশি সামাজিক মাধ্যমের দিকে নজরদারি চলছে প্রশাসনের।