স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার আমরা বাঙালি শিবনগর স্থিত রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।
তিনি বলেন দেশে বিজেপি সরকারের আমলে পুঁজিপতিদের আয় বাড়ছে। আর সাধারন মানুষের আয় কমছে। সরকারকে পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। নয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।