স্যন্দন প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের ভট্টপুকুর এলাকায় পঞ্চবটি শিবকালি মন্দিরে বিশ্ব স্বাস্থ্য দিবসে মেগা স্বাস্থ্য শিবির বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই শিবির বিজেপির ডক্টর্স সেল-এর তত্বাবধানে হয়। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে শিবিরের উদ্বোধন হয়।
এতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, শহর দক্ষিনাঞ্চল ক্লাব কমিটির সভাপতি জয়ন্ত চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা, অসীম ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সরযূ চক্রবর্তী, শিবকালী মন্দিরের সভাপতি কমল দেব, ডক্টর্স সেলের কনভেনর ডা. সুশান্ত রায় সহ শিবকালী মন্দিরের পদাধিকারীরা। পরে শিবির পরিদর্শন করেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। এই স্বাস্থ্য শিবিরে শতাধিক এলাকাবাসী পরিসেবা গ্রহন করেন। ব্যাপক সাড়া ছিল শিবিরকে কেন্দ্র করে। এতে বিনামূল্যে অষুধও বিতরণ করা হয়।