স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : চাকুরি নিয়ে কেলেঙ্কারির জেরে প্রধানের নেতৃত্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী। ঘটনা পাথালিয়া বাড়ী এলাকায় অবস্থিত ছনবাড়ীয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা যায় দীর্ঘ ৪০ বছর পূর্বে ছনবাড়ীয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থাপন করার জন্য এলাকার বাসিন্দা আনন্দ শীল, রতনশীল ও যতনশীল চুক্তির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য জায়গা দেন। শর্ত ছিলো আনন্দ শীলের মা অঞ্জলি শীলকে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে হেল্পারের চাকুরি প্রদান করতে হবে।
সেই মোতাবেক অঙ্গনওয়াড়ী সেন্টারে অঞ্জলি শীলের চাকুরী হয়। দেড় বছর পূর্বে অঞ্জলি শীলের মৃত্যু হয়। তারপর অঞ্জলি শিলের মেয়ে সঙ্গীতা শীল দীর্ঘ দেড় বছর যাবৎ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পারের হিসাবে কাজ করে আসছেন। আচমকা সোমবার ছনবাড়ীয়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে হেল্পার হিসেবে কাজে যোগদান করে সম্পা দেব ধর নামে এক কর্মী। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এলাকার প্রধান দেবশ্রী শীল ভৌমিকের নেতৃত্বে এলাকাবাসীরা চাকুরি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গার মালিক জানান ওনারা চুক্তি করে অঙ্গনওয়ারী কেন্দ্রের জন্য জায়গা দান করেছিলেন। ওনার ভাইয়ের মেয়েকে আচমকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পারের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাই এইদিন তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন।