স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : সীমান্ত এলাকায় বসবাসকারীদের উপর নির্যাতনের অভিযোগ উত্থাপন করে সড়ক অবরোধ। সোনামুড়া থানার অন্তর্গত সাহাপুর এলাকার লোকজন সড়ক অবরোধে সামিল হয়। সোনামুড়া-কাঠালিয়া সড়কের রবীন্দ্র নগর বাজারে সড়ক অবরোধ করে।
সড়ক অবরোধকারিরা জানান দীর্ঘদিন ধরে তারা বিএসএফ দ্বারা হয়রানির শিকার হচ্ছে। তাদের এলাকা তার কাটার ওপারে অবস্থিত। তাই তাদেরকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী তার কাটার এই পাড় থেকে ক্রয় করে নিয়ে যাওয়ার সময় বিএসএফ তাদেরকে নানান ভাবে হয়রানি করে।
তাই তার প্রতিবাদে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা। তিনি সড়ক অবরোধকারিদের আশ্বাস দেন তাদের সমস্যা দূরীকরণে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মহকুমা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় সাহাপুর এলাকার লোকজন।