Wednesday, April 30, 2025
বাড়িরাজ্যবাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর সরকারকে ধন্যবাদ জানিয়ে ছয় দফা...

বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর সরকারকে ধন্যবাদ জানিয়ে ছয় দফা দাবি উত্থাপন করলো আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়েছেন বাংলা ভাষার বিশিষ্ট ব্যক্তিত্বরা। বাংলার মতো সমৃদ্ধ, সৃষ্টিকর্মের ভাষা ধ্রুপদী জগতে ঠাঁই পায়নি। অনেকেই এনিয়ে বার বার মুখর হয়েছেন। তারপরেও বাংলার প্রতি কেন্দ্রের ‘বঞ্চনা’র অভিযোগ করা হয়েছে। অবশেষে স্বীকৃতি মিলেছে বাংলা ভাষার। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রকের তরফে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই স্বীকৃতির পরে একঝাঁক সুবিধা মিলবে বাংলা ভাষার জন্য।

বাংলা ভাষার বিশেষজ্ঞদের জন্য দুটি আন্তর্জাতিক পুরস্কার দেবে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করে বিশেষভাবে পড়ানো হবে বাংলা ভাষা। এর পাশাপাশি প্রত্যেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার প্রচারও হবে। এ বিষয় নিয়ে শনিবার শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, বাংলা পৃথিবীর সবচেয়ে কমলতম ভাষা। ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই জাতীয় সংগীত এই বাংলা ভাষায় রচিত। অবশেষে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রকে ধন্যবাদ জানানো হচ্ছে। আজকের দিনে স্মরণ করতে হয় যারা ভাষা আন্দোলনের জীবন উৎসর্গ করেছেন।

 তাদের অবদান রয়েছে আজকের এই সাফল্যের পেছনে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আরো বলেন, ধ্রুপদী ভাষায় স্বীকৃতি শেষ কথা নয়। স্বীকৃতি দেওয়ার সাথে সাথে সরকারি ভাষা হিসেবে সর্বক্ষেত্রে ঘোষণা করার দাবি করা হয়। পাশাপাশি ছয়টি দাবি উত্থাপন করে তিনি বলেন, বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে বাংলা ভাষা উন্নয়নে ও প্রসারের জন্য আর্থিক বরাদ্দ বাড়াতে হবে এবং ভাষা গবেষণা কেন্দ্র তৈরি করতে হবে। দ্বিতীয়ত বাংলা গানের সঙ্গে জড়িত শিল্পী এবং বাংলা সাহিত্যিক যারা রয়েছেন তাদের পুরস্কৃত করা এবং কর্মসংস্থানের জন্য দাবি করেন। তৃতীয়ত আগামী দিন বাংলা মাধ্যম স্কুলগুলি যাতে বন্ধ করা না হয় তার জন্য দাবি করলেন তিনি। আরো বলেন, এ বিষয় নিয়ে আগামী দিনে এই বিষয় নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া আরো একটি দাবি তারা উত্থাপন করেছেন, সেটা হল বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা ভাষায় শিক্ষক-শিক্ষিকাদের শূন্যপদ তৈরি হয়ে আছে। এ শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করার জন্য দাবি করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য