Saturday, December 21, 2024
বাড়িরাজ্যসাউন্ড সিস্টেমের মালিকদের নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠক, দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি

সাউন্ড সিস্টেমের মালিকদের নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠক, দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : আদালতের রায় গুরুত্ব দিল প্রশাসন। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট পুনরায় মনে করিয়ে দিল প্রশাসন নির্দেশিকা গুরুত্ব দিচ্ছে না। সারা রাজ্যে চলছে শব্দ দূষণ। চরম সমস্যার শিকার মানুষ। তারপরেই নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন। আদালতের নির্দেশ ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্ট থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা কঠোরভাবে যাতে মান্যতা দেওয়া হয়। তারপর আদালতের এই রায় কোনোভাবেই হালকা চোখে দেখছে না প্রশাসন।

শারদোৎসবকে সামনে রেখে শনিবার সদর মহাকুমার পুলিশ আধিকারিক নিজ অফিসে সদর মহকুমা এলাকার সমস্ত সাউন্ড সিস্টেমের মালিকদের সাথে বৈঠক করেন। তিনি জানিয়ে দেন হাইকোর্টের নির্দেশ অনুসারে কিভাবে দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে তাদের সতর্ক থাকতে হবে। ৬৫ ডেসিবেল থেকে ৭০ ডেসিবেলের মধ্যে শব্দ নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি দৈনিক যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যেই সাউন্ড সিস্টেম বাজানো যাবে। কেউ যদি নির্দেশ অমান্য করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে পুলিশ। সাউন্ড সিস্টেমের মালিকরা সদর পুলিশ আধিকারিককে আশ্বস্ত করেছেন আইন মেনে তারা সাউন্ড সিস্টেম চালাবে। বিশেষ করে শব্দ যাতে ৬৫ ডেসিবেল থেকে ৭০ ডেসিবেলের মধ্যে থাকবে সেদিকে তারা নজর রাখবে। কোনভাবেই আইন লঙ্ঘন হতে দেবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য