Saturday, December 21, 2024
বাড়িরাজ্যআসন্ন দুর্গাপূজার কাজ কতটা সম্পন্ন হয়েছে হিসেব নিলেন মেয়র

আসন্ন দুর্গাপূজার কাজ কতটা সম্পন্ন হয়েছে হিসেব নিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : আসন্ন দুর্গাপূজার আগে বিভিন্ন কাজ হাতে নিয়েছিল আগরতলা পুর নিগম। শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পুর নিগমের কাউন্সিল মিটিং -এ এ বিষয়ে আলোচনা হয়। আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেস কুমার যাদব সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান দুর্গা পূজাকে সামনে রেখে অনেক গুলি কাজ হাতে নেওয়া হয়েছে।

কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারনে সেই কাজ গুলি শেষ করা যাচ্ছে না। তারপরও চেষ্টা চলছে পুজার পূর্বে সেই কাজ গুলি শেষ করার। সেই কাজ গুলি কতটা হয়েছে তা নিয়ে এইদিন আলোচনা হয়েছে। মানুষ যেন ভালোভাবে পূজা দেখতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে দশমীঘাটের আধুনিক নিরঞ্জন ঘাটের উদ্বোধন হবে। আগরতলা শহর এলাকাকে পুজার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই বছর আগরতলা শহর এলাকায় দুর্গা পুজার সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য