স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : শনিবার প্রজ্ঞা ভবনে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে এইচ.আই.ভি/এ.আই.ডি.এস -এর উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গোটা উত্তর পূর্বাঞ্চলে এইচআইভি -র বার বাড়ান্ত লক্ষ্য করা যাচ্ছে।
পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য বাড়ছে সংক্রমণের সংখ্যা। জাতীয় স্তরে শিশু সুরক্ষা কমিশন এ বিষয় নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। গত ৬ই আগস্ট তারা একটি বৈঠক করে সিদ্ধান্ত নেয় সংক্রমণ রুখতে ছেলে মেয়েদের মধ্যে আরও বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে। তাই সেদিকে গুরুত্ব দিয়ে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিকরা, আশা কর্মীরা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক। কিভাবে ছেলে মেয়েদের আরো বেশি সতর্ক করা যায় সে বিষয়ে আলোচনা হয়। আগামী দিন এই সতর্কবার্তা ছেলে-মেয়ে ও অভিভাবক মহলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।