স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : গত মঙ্গলবার প্রদেশ এনএসইউ আই রাজ্য কমিটি ঘোষণা হয়। আগামী মে মাসের মধ্যে এন এস ইউ আই -র সাংগঠনিক কাজ সম্পন্ন হবে। এ নির্ধারিত সময়ের মধ্যেই রাজ্যের এন এস ইউ আই-র প্রত্যেকটি কলেজ কমিটি এবং স্কুল কমিটি ঘোষণা করা হবে।
এবং রাজ্যবাসীর স্বার্থে জোরদার আন্দোলন শুরু করবে এন এস আই। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে জানান এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি আরো বলেন বিজেপির কাল হলো এন এস ইউ আই। কারণ তারা ছাত্রদের স্বার্থে লড়াই করে। বিগত দিনের মতো আগামী দিনেও ছাত্রীদের জন্য এন এস ইউ আই কাজ করবে। আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের প্রত্যেকটি জেলার ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। নয়া কমিটি ৩৮ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে।