Monday, February 10, 2025
বাড়িজাতীয়ভারত সম্পর্কিত বিকৃত তথ্য প্রচার! ২২ ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের, তালিকায় ৩টি...

ভারত সম্পর্কিত বিকৃত তথ্য প্রচার! ২২ ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের, তালিকায় ৩টি টুইটার অ্যাকাউন্টও

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক ও জনশৃঙ্খলা সম্পর্কিত বিকৃত তথ্য প্রচারের অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ওই ২২টি ইউটিউব চ্যানেলের মধ্যে ১৮টি ভারতীয় এবং চারটি পাকিস্তানকেন্দ্রিক চ্যানেল রয়েছে। এছাড়াও তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে।

এই বছরের শুরুতেই ৩৫টি ইউটিউব চ্যানেল এবং দু’টি ওয়েবসাইট ব্লক করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল বলে অভিযোগ। তারপর আবার এপ্রিল মাসেই ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত সরকার। অভিযোগ, ওই ইউটিউব চ্যানেলগুলি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করছে। শুধু তাই নয়, তারা দর্শকদের বিভ্রান্ত করতে উল্টোপাল্টা থাম্বনেল ব্যবহার করে। বিকৃত তথ্য দেওয়ার অভিযোগেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য