স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : আসন্ন শারদোৎসব উপলক্ষে ৮ নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার এলাকার দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কাউন্সিলর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা।
আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, ৮ নং ওয়ার্ডে এ ধরনের সামাজিক কর্মসূচি সারা বছরই চলে। বিশেষ করে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে আসন্ন শারদ উৎসব উপলক্ষে এলাকায় বস্ত্র বিতরণ করা হয়। এতে উপকৃত হবে এলাকার দুঃস্থ মানুষ। এমনটাই অভিমত ব্যক্ত করেছেন মেয়র।