স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : বিশালগড় নিচের বাজার থেকে এক মহিলা অপহরণ। বৃহস্পতিবার বিশালগড় থানার পুলিশের দারস্থ হলো নিখোঁজ মহিলার কন্যা। নিখোঁজ মহিলার নাম রুমেনা খাতুন। বাড়ির বক্সনগর। নিখোঁজ মহিলার কন্যা জানিয়েছেন, তার মা গত ১ অক্টোবর বাড়ি থেকে বিশালগড় এসেছিলেন।
তখন তাকে অপহরণ করে নিয়ে যায় দুই কংগ্রেস নেতা মামুন এবং টিটু। এখন পরিবারের কাছে ফোন করে দাবি করছে মুক্তিপণ ৬ লক্ষাধিক টাকা দেওয়ার জন্য। কিন্তু মুক্তিপণ ছয় লক্ষ দিক টাকা দিতে পারবে না বলে অভিযুক্তদের ফোনে জানিয়ে দেয় নিখোঁজ মহিলার কন্যা। বৃহস্পতিবার বিশালগড় মহিলা থানায় একটি অপহরণের মামলায় রুজু করে ফোনে রেকর্ডিং তুলে দেন নিখোঁজ মহিলার কন্যা। এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত নিখোঁজ মহিলাকে বের করতে পারে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।