স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : পাথর বোঝাই গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার সময় মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকফ সিরাপ। জানা যায়, মুঙ্গিয়াকামী থানার পুলিশ খবর পায় বহিঃরাজ্য থেকে একটি পাথর বোঝাই লরি বিপুল পরিমাণে নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে, এবং গাড়িটির গন্তব্য আগরতলা।
যথারীতি মুঙ্গিয়াকামী থানার পুলিশ ৪১ মাইল নাকা এলাকায় উৎপেতে বসে। NL 01 AF 6187 নম্বরের গাড়িটি আটক করে ৭২ টি বাক্স উদ্ধার করতে সক্ষম হয়। যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্স গুলির মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং এসকফ সিরাপ রয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা। তিনি আরো জানিয়েছেন, গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ।