Monday, December 23, 2024
বাড়িরাজ্যশহীদান দিবস থেকে কৃষকদের দাবি সরকারকে ফের মনে করিয়ে দিলেন পবিত্র

শহীদান দিবস থেকে কৃষকদের দাবি সরকারকে ফের মনে করিয়ে দিলেন পবিত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : ২০২১ সালে ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক আন্দোলনের উপর মন্ত্রী অজয় মিশ্রার ছেলে আশীস মিশ্রা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে প্রায় চারজন কৃষক এবং একজন সাংবাদিককে হত্যা করেছিল। সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে প্রয়াত কৃষক এবং সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদান দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা রাজ্য কার্যালয়ে সামনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংযুক্ত কিষান মোর্চার রাজ্য নেতৃত্ব পবিত্র কর বলেন, ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৮৪ দিন দেশের রাজধানী দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন চলে। এই আন্দোলনে সরকারের প্রতি দাবি জানাতে গিয়ে ৩৭৫ জন কৃষকের মৃত্যু হয়। তারপর উত্তর প্রদেশে যখন কৃষকদের আন্দোলন চলছিল তখন মন্ত্রী অজয় মিশ্রার ছেলে আশীস মিশ্রার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চার কৃষক সহ এক সাংবাদিকদের।

পরবর্তী সময়ে উত্তর প্রদেশের যোগীর নেতৃত্বাধীন সরকার মন্ত্রীর ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল। এ বিষয় নিয়ে পরবর্তী সময় যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয় তখন অভিযুক্ত আশীস মিশ্রার ছেলে জেল হয়। এদিকে উত্তর প্রদেশ সরকার মন্ত্রীকে ফের টিকেট দিয়ে দাঁড় করায় নির্বাচনে। কিন্তু বড়সড়ো পরাজয় হয়েছে মন্ত্রী অজয় মিশ্রার। কৃষকদের দাবি যতদিন না পূরণ হবে তারা আন্দোলন থেকে অব্যাহত নেবে না। আগামী দিন কৃষকদের দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে বসতে পারে বলে ইঙ্গিত করলেন তিনি। আয়োজিত শহীদান দিবসে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য