স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : বুধবার স্ত্রীর চিকিৎসার জন্য বাইসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল স্বামী। ঘটনা এদিন দুপুরে বিশালগড়ের মধ্যবাজার এলাকায়। ধৃত চোরের নাম সাগর নমঃ। তার বাড়ি বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায়। ধৃত চোর সাগর নম জানায় পেশায় সে একজন গাড়ি চালক।
গত কয়েকদিন ধরে গাড়ি চালানো বন্ধ। তার উপর তার ঘরে স্ত্রী অসুস্থ। স্ত্রীর চিকিৎসার জন্য তার কাছে একটি টাকাও নেই। টাকার জন্য অনেকের কাছে গিয়েছে, কিন্তু কেউই তাকে টাকা দেয় নি। তাই বাধ্য হয়ে স্ত্রীর চিকিৎসার টাকা যোগার করার জন্য সে বাইসাইকেল চুরি করেছে। বাইসাইকেল চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেছে। পরবর্তী সময় স্থানিয়র ধৃত সাগর নমকে পুলিশের হাতে তুলে দেয়।