স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : দুর্গাপূজার আগে আগরতলা শহরের চুরির ঘটনা লাগামহীনভাবে বেড়ে চলেছে। তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ সাতজন চোরকে জালে তুলতে সক্ষম হয়। বুধবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান গত কিছুদিন ধরে আগরতলা শহরে চুরির ঘটনা ঘটে যাচ্ছে।
কিছু কিছু চুরির ঘটনায় চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কয়েকজন চোরের নাম জানা যায়। তারপর পূর্ব ও পশ্চিম থানার ওসিকে নির্দেশ দেওয়া হয় একটি টিম গঠন করে চোরদের গ্রেপ্তার করার জন্য। যথারীতি মঙ্গলবার ৭ জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহুত সকল ধরনের সরঞ্জাম উদ্ধার হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে বেশকিছু চুরির মাল উদ্ধার হয়েছে। ধৃতরা আগরতলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সকলে একই দলের সদস্য। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।