স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : গত দু’মাসে বড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। আগরতলা শহরের জিবি এলাকা, এস বি ও চৌমুহনি, রাধানগর, রামনগর, ধলেশ্বর এবং চাঁদমারি সহ বিভিন্ন এলাকার থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করল পুলিশ। এনসিসি থানার পুলিশ জানায় সবগুলো মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত নেমে একাধিক ছিনতাইবাজকে জালে করেছে।
তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ১১ টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এই চেইনগুলি বুধবার ছিনতাই বাজেট শিকার হওয়া মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ছিনতাই হওয়া স্বর্ণের চেইন হাতে পেয়ে অত্যন্ত খুশি ১১ জন মহিলা। এনসিসি থানার ওসি জানান, অভিযুক্ত ছিনতাইবাজরা বিভিন্ন সময় বাইক চেপে এসে মহিলাদের গলা থেকে স্বর্ণের চেইন গুলি নিয়ে গিয়েছিল। বর্তমানে তারা জেলে রয়েছে।